বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

ঈদ সালামি নিয়ে বোনের সাথে প্রতিযোগিতা চলতো : আশা 

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): জীবনে যার হররোজ কষ্ট তাঁর মধ্যেও ঈদ এলে একটু আনন্দ আসে। কারণ এই দিনে সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয় সকলে। নামাজ শেষে করা হয় দেশবাসীর জন্য ও সমস্ত মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজত এরপর ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে একে অন্যের সঙ্গে কাঁধেকাঁধ মেলায়। করে কুশল বিনিময়। এটাই বাঙালীর ঐতিহ্য। তাই প্রতিবারের মতো ঈদ উপলক্ষে যুগের চিন্তা ২৪ এর বিশেষ আয়োজন ঈদ আড্ডায় ঈদের খুটিনাটি বিষয়ে কথা বলেছেন  মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আবুল কাউসার আশা। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহজাহান দোলন। 

 

ঈদ উদযাপন প্রস্তুতি সম্পর্কে আবুল কাউসার আশা বলেন,  ঈদ সাধারণত আমাদের দাদার বাড়িতেই করা হয়। ছোটবেলা থেকে যেভাবে করছি এখনো সেইভাবেই করি। তাই ঈদে দাদার বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়া হয় না। আশা জানান, আমাদের মধ্যেতো কেনাকাটার কোন আমেজ নেই। আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। সব মিলিয়ে আমরা আমরা একটি স্বাাধীন দেশে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। তবে আমি যদি বলি পরিবারে কেউই এখনো কেনাকাটা করে নাই তাহলে সেটা ভুল হবে। বাচ্চাদেরটা কিনে ফেলেছি। পরিবারের বড় যারা যারা আছেন তাঁদের অনেকেরটাই এখনো বাকি আছে।

 

ঈদের দিন বিশেষ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ঈদের দিন বিশেষ কোন পরিকল্পনা নেই। তবে সকালে প্রথমে নামাজ পড়বো তাঁরপর সকলের সাথে দেখা করবো নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবো এর বাইরে আর কোন পরিকল্পনা নেই।
 
 
ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য রয়েছে বলেই মনে করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।  তিনি বলেন, ছোটবেলার ঈদ আর এখনকার পার্থক্য অবশ্যই রয়েছে। ছোটবেলায় আমরা রমজানের শুরু থেকেই প্রহর গুনতাম কবে ঈদ আসবে। একটা অন্যরকম সময়! উনত্রিশ রোজা এলে তো আরো খুশি। কিন্তু এখনতো আর সেই রকম আমেজ নেই। এটাই পার্থক্য।

 

ঈদে সালামির স্বৃতিচারণ করে আশা বলেন,  আমি আর আমার ছোটবোন আমরা প্রায় সমবয়সী তবে ও সে আমার চেয়ে ছোট। আমরা ঈদের দিন একসাথে সবার কাছ থেকে সালামি নিতাম। দিনশেষে সেটা আবার গুনে দেখতাম কার বেশি? তবে সব সময় ওরটাই বেশি থাকত! আর আমিও এটা নিয়ে কখনো হিংসে করতাম না। সেই দিনগুলো খুব মিস করি।

 

দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে আবুল কাউসার আশা বলেন, আমার সকল শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের  আমার পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো। সকলে ভাল থাকবেন, মিলেমিশে থাকবেন । এবং দোয়া করবেন যাতে, দ্রুতই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে পুনরায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে।  
 

এই বিভাগের আরো খবর